নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ শনিবার থেকে যাত্রা শুরু করল আগরতলা – হাবিবগঞ্জ স্পেশাল ট্রেন৷ শনিবার দুপুর দুটায় এই স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে৷ আপাতত ১৪টি বগি নিয়ে যাত্রা করেছে এই এক্সপ্রেস ট্রেন৷ এ ব্যাপারে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের এক আধিকারিক জানান, শনিবার দুপুর দুটায় সময় আগরতলা রেল স্টেশন থেকে হাবিবগঞ্জের উদ্দেশে রওয়ানা দেয় এই স্পেশাল এক্সপ্রেস৷ ০৬৬৫ নম্বরের এই স্পেশাল ট্রেন বুধবার রাত ১০টায় নাগাদ হাবিবগঞ্জ স্টেশনে থেকে রওয়ানা দেয় যা শুক্রবার রাত দুটো নাগাদ আগরতলা স্টেশনে এসে পৌঁছায়৷ যদিও ট্রেনটি শুক্রবার আগরতলা স্টেশনে রাত নয়টায় পৌঁছানোর কথা ছিল৷ কিন্তু সমস্যা দেখা দেওয়ায় শুক্রবার রাত দুটোয় ট্রেনটি আগরতলা স্টেশনে এসে পৌঁছায়৷ আধিকারিক আরও জানান, স্টেশনের টিকিট কাউন্টারে সাধারণ যাত্রীদের টিকিট কাটা নিয়ে উপচে পড়া ভিড় ছিল৷ সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে৷ স্পেশাল এই ট্রেন আপাতত সপ্তাহে দু দিন চালাবে৷ এ ব্যাপারে আধিকারিক জানান, ৭ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত আপাতত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে সময়সীমা বাড়ানো হতে পারে৷ ট্রেনটি আমবাসা, ধর্মনগর, অসমের বদরপুর জংশন, নিউ হাফলং, চাপরমুখ, গুয়াহাটি, রঙিয়া, নিউ কোচবিহার, বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, কাটিহার, নাউগাছিয়া, খাগারিয়া, বিগুশরাই, বারাউনি, হাজিপুর, পাটলিপুর, দাসপুর, আরা, বক্সার, মুগলশরাই, মিজাপুর, সিওজি, সাতনা, মাইহার, কান্তি, জববলপুর, নরসিংপুর, গদাওয়ারা, পিপারিয়া, ইতারসি, হোসাংবাদ-এ বিরতি নেবে৷ মোট ৩৪ টি স্টেশনে দুই মিনিটের জন্য থামবে ট্রেনটি৷ এই ট্রেনটির একটি এসি -২ টায়ার, ২টি এসি-থ্রি টায়ার, সাতটি স্লিপার ক্লা, দুটি সাধারণ দ্বিতীয় শ্রেণী এবং দুটি এসএলআর কোচ রয়েছে বলে জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকটি৷
2018-04-08