
উত্তর প্রদেশে অপর দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে| উত্তর প্রদেশের কনৌজে আগ্রা-লখনই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি এসইউভি গাড়ি| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের, এছাড়াও আহত হয়েছেন পাঁচজন| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘড়ির কাঁটায় সকাল তখন ৭.৩০ মিনিট হবে, আগ্রা থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি এসএইভি গাড়ি| সৌরিখ থানা এলাকায় আগ্রা-লখনই এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় এসইউভি গাড়িটি| দুর্ঘটনায় নিহতদের নাম হল, অনামিকা শর্মা (৫০), তাঁর ছেলে অমিত (৩২) এবং এসইউভি গাড়ির চালক বিকাশ (২৮)| মৃতদের প্রত্যেকের বাড়ি এলাহাবাদে| জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির দর্শনের পর লখনউ ফিরছিলেন তাঁরা|
উত্তর প্রদেশে তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে সম্ভল জেলায়| বৃহস্পতিবার গভীর রাতে সম্ভল জেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের| এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’জন| আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে পৃথক তিনটি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|