মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বিজ্ঞান গ্রাম প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

আগরতলা, ৪ এপ্রিল৷৷ বাধারঘাট নির্মীয়মান বিজ্ঞান গ্রাম প্রকল্পের অগ্রগতি নিয়ে আজ মহাকরণের ১ নম্বর কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী সুদিপ রায় বর্মন সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিব অলিন্দ রস্তোগি, দপ্তরের অধিকর্তা শিবানন্দ তলোয়ার, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডেজর সিএমডিজে বড়কাকতি, রাজ্য সরকারের অতিরিক্ত সচিব পি আর ভট্টাচার্য্য, মেসার্স ক্রিয়েটিভ মিউজিয়াম ডিজাইনারের এমডি সুব্রত সেন, পূর্ত, জল সম্পদ দপ্তরের আধিকারিকগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

নির্মীয়মান এই বিজ্ঞান গ্রাম তৈরি করার দায়িত্বে রয়েছে মেসার্স ক্রিয়েটিভ মিউজিয়াম ডিজাইনার, কলকাতা৷ পর্যালোচনা বৈটকে এই নির্মীয়মান বিজ্ঞান গ্রামের বিষয় বস্তু সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মেসার্স ক্রিয়েটিভ মিউজিয়াম ডিজাইনের এম ডি সুব্রত সেন যাবতীয় তথ্য তুলে ধরেন৷

১২৮৪ একর রজমিতে এই বিজ্ঞান গ্রাম গড়ে উঠছে৷ এখানে তথ্য ও যোগাযোগ, সমুদ্র রহস্য, মানুষের দেহযন্ত্রের বিভিন্ন কর্মপ্রণালী, বিজ্ঞানের মজা, আবহাওয়ার পরিবর্তন এবং মহাকাশ বিজ্ঞান বিষয়ে গ্যালারি তৈরি সহ ছাত্রছাত্রী, শিশু ও বয়স্কদের অংশ গ্রহণের সুযোগ সুবিধা, সেমিনার হল, লেকচারারদের জন্য অডিটরিয়াম, ট্রেনিং হল, মাস্টারদের ট্রেনিং হল, ১২ মিটার ডোম ডিজিট্যাল প্লেনেটরিয়াম,  থ্রি-ডি থিয়েটার, বিজ্ঞান পার্ক গড়ে তোলা হবে৷ এ জন্য ৬৪ কোটি ৮৬ লক্ষ ৯১ হাজার ৪৩০ টাকা ব্যয় হবে৷

তাছাড়া, ২৭ কোটি ৪৫ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে বিজ্ঞান ভবনের বিল্ডিং নির্মানের জন্য৷ উল্লেখ্য, এই পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বিজ্ঞান গ্রাম নির্মান করার ক্ষেত্রে রাজ্য সরকারের দিক থেকে কি কি প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়ে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার প্রতিনিধিদের কাছে জানতে চান৷ পরিশেষে মুখ্যমন্ত্রী শ্রীদেব এবং বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শ্রী রায় বমর্ণ বিজ্ঞান গ্রামের একটি মডেল প্রত্যক্ষ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *