নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ সোনামুড়ায় ২৫১ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা এবং ৪টি বাইক উদ্ধার হয়েছে৷ গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে সোনামুড়া থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে ধনপুর বিধানসভা কেন্দ্রের অধীন গীতাবাড়ি এলাকায় রাজ্জাক মিঞার বাড়ি থেকে ২৪১ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ তবে, পুলিশ রাজ্জাক মিঞাকে গ্রেপ্তার করতে পারেনি৷
এদিকে, করমছড়া থানার পুলিশ সীমান্ত এলাকা থেকে চারটি নতুন বাইক উদ্ধার করেছে৷ বাইক চুরি করে পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়েছে৷ তবে, পাচারকারীরা পালাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে৷