শিল্পের বিকাশ হলেই দেশে কর্মসংস্থান বাড়বে ঃ হাসিনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ এপ্রিল ৷৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের ৪৪তম বৃহত্তম অর্থনীতির দেশ, শিল্পের বিকাশ হলেই দেশে কর্মসংস্থান বাড়বে৷ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে৷ প্রতি বছর শুধুমাত্র এসএমই খাতেই কমপক্ষে ১০ লাখ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ রয়েছে৷ তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন ও আধুনিক প্রযুক্তি আয়ত্তকরণের পাশাপাশি পণ্যের গুণগত মানোন্নয়ন সৃষ্টি খুব জরুরি৷ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিকক সম্মেলন কেন্দ্রে ৬ষ্ঠ এসএমই মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

প্রধানমন্ত্রীর গলার অবস্থা খারাপের কারণে তিনি সরাসরি বক্তব্য দিতে পারেননি৷ তার লিখিত বক্তব্য উপস্থিত দর্শকদের মধ্যে ছড়িয়ে দেয়া হয়৷ প্রধানমন্ত্রী মাইকে দাঁড়িয়ে শুধু বলেন, আমার গলার অবস্থা ভালো নয়৷ এজন্য বক্তব্য দিতে পারছি না দুঃখিত৷ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণারয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিবুল্লাহ বক্তব্য রাখেন৷

পাঁচদিনব্যাপী এ মেলার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন৷ মেলায় ২৯৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে৷ এর মধ্যে ৬০ ভাগের বেশি নারীদের প্রতিষ্ঠান৷ এসএমই শিল্পে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজনকে ট্রফি, সার্টিফিকেট ও চেক প্রদান করেন প্রধানমন্ত্রী৷

তিনি বলেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সুরক্ষার মাধ্যমে দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে আমরা জাতীয় শিল্পনীতি ২০১৬ তে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শিল্প উন্নয়নের অন্যতম মাধ্যম হিবেসে গণ্য করেছি৷ আমাদের গৃহীত কর্মসূচির ফলে দেশব্যাপী টেকসই ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের দ্রুত প্রসার ঘটছে, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অগ্রগতির অনেক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে গেছে৷

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে সরকার গঠন করে এখন দেশকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের ৪৪তম বৃহত্তম অর্থনীতির দেশ৷ বিশ্বে এখন বাংলাদেশ মর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে৷ বর্তমানে আমাদের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫২ মার্কিন ডলার৷ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে৷ প্রবৃদ্ধির হার বেড়ে ৭ দশমিক ৬৫ শতাংশে উন্নীত হয়েছে৷ বর্তমানে ১৯৯টি দেশে ৭৫০ টি পণ্য রফতানি করা হচ্ছে৷ চলতি অর্থবছরে ৪১ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ বাংলাদেশি পণ্যের রফতানির হার বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের সঙ্গে বানিজ্য ঘাটতি কমেছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে দেশের রফতানি আয় দাঁড়িয়েছে প্রায় ৩৫ বিলিয়ন ডলার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *