সিপাহীজলায় দুই বাইকের মুখোমুখী সংঘর্ষে আহত দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ এপ্রিল৷৷ সোমবার সকাল ১০.৫০ মিনিটে দুটি বাজাজ পালসার মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে মারাত্মক জখম হয় দুইজন৷ এক জনের নাম বিশাল দাস (৩০), পিতার নাম রতন দাস৷ বাড়ী বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায়৷ অন্যজনের নাম উত্তম নোয়াতিয়া (২৬) পিতার নাম কৃষ্ণধন নোয়াতিয়া৷ বাড়ী সোনামুড়া মহকুমার মোহনভোগ এলাকায়৷ উত্তম তার টিআর০১ কেউই-৫৫৮১ নম্বরের পালসার বাইক নিয়ে সোনামুড়ার দিকে যাচ্ছিল৷ বিশাল তার টিআর০৩সি-৮১৬৪ নম্বরের পালসার বাইক নিয়ে বিশালগড়ের দিকে আসছিল৷ হঠাৎ  করে সিপাহীজলার নৌকাঘাট এলাকায় জাতীয় সড়কের উপর একটি গাড়ীকে ওভার টেক করে গিয়ে দুটো বাইক মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে মারাত্মক ভাবে আহত হয় দুই জন৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ সঙ্গে সঙ্গে ছুটে আসে বিশালগড় এবং বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরের গাড়ী৷ আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুই জনেরই হাত পা কেটে যায় এবং মাথা ফেটে যায়৷ জাতীয় সড়ক দুই লাইন হওয়ার পর প্রচন্ড গতিতে গাড়ী এবং বাইক ছুটতে গিয়ে হামেসাই সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ণ এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, এমনই অভিমত স্থানীয়দের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *