শৌচালয় নির্মাণে অনিয়ম, পঞ্চায়েত সচিব ও রাজমিস্ত্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ হাওড়া নদীর উৎপত্তিস্থল বড়মুড়ায় গিয়ে সরকারি কাজের তদারকি করে প্রচন্ড উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শৌচালয় নির্মাণে অনিয়মের জন্য পঞ্চায়েত সচিব ও রাজমিস্ত্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শৌচালয় বন্টনেও পূর্বতন সরকারের আমলে নানা ধরনের অপকর্মের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি৷

পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সকলের জন্য শৌচালয় তৈরির জন্য আর্থিক সহায়তা দিয়েছিল৷ কিন্তু রাজনৈতিক কারণে অনেক পরিবার প্রথমে শৌচালয় পায়নি৷ কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কড়া নির্দেশ আসায় শৌচালয় দিতে বাধ্য হয় তদানীন্তন সরকার৷ কিন্তু এমন জায়গায় শৌচালয় করে দেওয়া হয়েছে যেখানে মানুষ দুরের কথা, পশুও বর্ষার সময় যেতে পারবে না৷ আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় করে দেওয়া হয়েছে৷ কিন্তু জলের সংস্থান নেই৷ দায়সারা কাজ হয়েছে৷

তিনি বলেন, এই বিষয়গুলি সম্পর্কে তৎক্ষনাৎ জিজ্ঞাসাবাদ করা হয়েছে পঞ্চায়েত সচিবকে৷ তিনি প্রথম বিষয়গুলি লুকানোর চেষ্টা করেন৷ কিন্তু প্রাথমিক খোঁজখবর নিয়ে জানা গেছে, রাজমিস্ত্রির নির্দেশে এই কাজ করা হয়েছে৷ আর রাজমিস্ত্রি ওই এলাকায় তৎকালীন শাসকদলের নেতা হিসেবে পরিচিত৷ কোথায় কাজ হবে তা ঠিক করে রাজমিস্ত্রি৷ এতে জনজাতিদের মধেও ক্ষোভের উপযুক্ত কারণ রয়েছে৷ এদিকে মুখ্যমন্ত্রী সামগ্রিক কাজে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন৷ তাতে, পঞ্চায়েত সচিব এবং ঠিকেদারের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি৷ মুখ্যমন্ত্রীর সফরে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *