বিশালগড়ে গুলিকান্ডে গ্রেপ্তার আরও এক, উদ্ধার কার্তুজ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ এপ্রিল৷৷ বিশালগড়ে গুলিকান্ডে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার কাছ থেকে কার্তুজও উদ্ধার হয়েছে বলে খবর৷

উল্লেখ্য, বিশালগড়ে সন্ধ্যা রাতে গুলিকান্ডের মূল পান্ডাকে ধরতে মাঠে নেমেছে পুলিশ৷ শিঘ্রই মূল পান্ডাকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশের দাবি৷ গতকাল রাতে বিশালগড়ে মুদী দোকানের মালিক নিবাস সাহার দোকানে ২ রাউন্ড গুলি ছুড়লো পাঁচজনের এক দুসৃকতিকারী দল৷ তবে ঐ রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে৷ ধৃত দীপক কুমার এবং সুনীল রায় দুজনকেই সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে সোপার্দ করা হয়েছে৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি মোবাইল ফোন, চারটি রেল টিকিট এবং দুই রাউন্ড তাজা কার্তুজ৷ তাছাড়া গতকাল গভীর রাতে টহলরত পুলিশ কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি বন্দুকের  বাট৷ পুলিশ সূত্রে খবর সোমবার দুপুরে আগরতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুসৃকতিকারীর অন্য একজন সহযোগীকে৷ পুলিশের সূত্রে জানা গেছে, ধৃতরা বিহারের বাসিন্দা৷ গত ২৭ মার্চ এই তিনজনই বিহারের পাটনা থেকে রেলে করে আগরতলায় আসে৷ রাজ্যের বিভিন্ন স্থানে ছিনতাই এবং ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য৷ মূল পান্ডা নারায়ণ পাজা পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে মূল দুসৃকতিকারীকে ধরতে পুলিশ গোটা রাজ্যে জাল বিছিয়েছে৷ তাছাড়া সূত্রের খবর বিহার থেকে আগত দুসৃকতিকারীদের সহায়তা করছে রাজ্যের এক দুসৃকতিকারীর দল৷ তবে তাদেরকে জেরা করলে সব বেরিয়ে আসবে বলে অনুমান তথ্যাভিজ্ঞ মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *