
কোনও রকম শুনানি ছাড়াই স্মিথদের শাস্তি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ শুনানিতে দোষী ক্রিকেটাররা হাজির থাকলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতে পারতেন৷ তাছাড়া আচরণ বিধি মেনে শাস্তি দেওয়া হলে আবেদনের সুযোগ পাওয়াও উচিত স্মিথ ওয়ার্নারদের৷ আপাতত সেদিকেই নজর নির্বাসিত তিন ক্রিকেটার৷ শাস্তি ঘোষণার সময় তিন ক্রিকেটারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখার কথা বলা হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া ইঙ্গিত দিয়েছিল, বিদেশের মাটিতে ঘরোয়া ক্রিকেট খেলা আটকানোর কোনও অধিকার নেই বোর্ডের৷ একারণেই তাঁরা বোর্ডের কাছে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে আবেদন করতে চলেছেন৷ প্রয়োজনে আইনি লড়াইয়ে যেতেও তিন ক্রিকেটার প্রস্তুত বলে জানা গিয়েছে৷