
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করার পন্থা অবলম্বন করেছে তৃণমূল কংগ্রেস। এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ তথা বেসরকারীকরণের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রেয়ান এক ট্যুইটবার্তায় জানিয়েছেন, একটার পর একটা প্রতিটা সংস্থাকে নিয়ে আপস করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এমনকি স্ট্যান্ডিং কমিটিকেও রেয়াত করা হচ্ছে না। বিষয়টি নিয়ে যখন আলোচনা হচ্ছে। তখন সরকার বেসরকারীকরণের পথে এগোচ্ছে। স্বচ্ছল শ্রেণী গণতন্ত্রকে হাইজ্যাক করছে। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিপাঠি, শিশির অধিকারী, প্রসূন বন্দ্যোপাধ্যায়সহ একঝাঁক নেতা এই বিক্ষোভে সামিল হন।