এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রতিবাদে সংসদ চত্বরে তৃণমূলের বিক্ষোভ

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ তথা বেসরকারীকরণের প্রতিবাদে সরব হয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সোমবার সকালে রাজধানী দিল্লির সাংসদ ভবন চত্বরে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রতিবাদে গলায় প্লেকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের সাংসদদেরা। এই প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায় জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া হচ্ছে জাতীয় সম্পত্তি এবং এর বিলগ্নিকরণের প্রক্রিয়ায় দুর্নীতিও থাকার সম্ভাবনা রয়েছে। সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বিষয়টি আলোচনা হচ্ছে। বিলগ্নিকরণ ভুল এবং অবৈধ। আমরা এর প্রতিবাদ করছি। স্বচ্ছতা নিয়ে কাজ করা উচিত কিন্তু তারা তা করছে না।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করার পন্থা অবলম্বন করেছে তৃণমূল কংগ্রেস। এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ তথা বেসরকারীকরণের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রেয়ান এক ট্যুইটবার্তায় জানিয়েছেন, একটার পর একটা প্রতিটা সংস্থাকে নিয়ে আপস করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এমনকি স্ট্যান্ডিং কমিটিকেও রেয়াত করা হচ্ছে না। বিষয়টি নিয়ে যখন আলোচনা হচ্ছে। তখন সরকার বেসরকারীকরণের পথে এগোচ্ছে। স্বচ্ছল শ্রেণী গণতন্ত্রকে হাইজ্যাক করছে। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিপাঠি, শিশির অধিকারী, প্রসূন বন্দ্যোপাধ্যায়সহ একঝাঁক নেতা এই বিক্ষোভে সামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *