
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা না দেওয়ার জন্য বিজেপির সঙ্গে জোট সম্পর্ক ছিন্ন করে বেড়িয়ে আসেন টিডিপি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে ফেলে দেওয়ার জন্য সংসদে অনাস্থা পেশ করে তার দল। এই ঘটনায় টিডিপির পক্ষ থেকে ক্রমাগত বিক্ষোভ আন্দোলন চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।