নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : ইরাকে নিহত ৩৯ জন ভারতীয় নাগরিকের মৃতদেহ সোমবার ভারতে আনা হবে| এর আগে ইরাকে আইএস জঙ্গিদের হাতে প্রাণ হারানো ৩৯ জন ভারতীয় নাগরীকের মৃতদেহ ভারতের হাতে তুলে দেওয়া হয়| সেই মত রবিবার ভারতের পক্ষ থেকে ভি কে সিং ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন| আজ তিনি ৩৯ ভারতীয়র মৃতদেহ ভারতে ফিরিয়ে নিয়ে আসবেন| ইতিমধ্যেই মৃত ভারতীয়দের দেহগুলি কফিন বন্দী অবস্থায় বিমানে তোলা হয়েছে| মৃতদের দেহগুলো তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার আগে অমৃতসর নিয়ে আসা হবে| এর পর সেখান থেকে পাটনা এবং কলকাতা নিয়ে যাওয়া হবে| জানা গিয়েছে, হত্যা হওয়া বেশ কিছু শ্রমিকের পরিবার গত ২৬ মার্চ বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেছিলেন| প্রসঙ্গত, এই মাসের গোড়ার দিকে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ সংসদে বলেছিলেন, ইরাকে অপহৃত ৩৯ জন ভারতীয়র মৃত্যু হয়েছে|
2018-04-02