
বিগত ছয় বছরে সচীন রাজ্যসভার সাংসদ হিসেবে সব মিলিয়ে মাইনে পেয়েছেন ৯০ লক্ষ টাকা এবং এছাড়াও বেশ কয়েকটি মাসিক ভাতাও তিনি পেয়েছেন। মাইনে এবং ভাতার পুরোটাই তিনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করে দিয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এর জন্য ধন্যবাদ জানিয়েছেন। সমাজের অসহায় মানুষের জন্য এই অর্থ অনেক উপকারে লাগবে ।
প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ থাকাকালীন স্থানীয় উন্নয়নের জন্য বরাদ্দ সাংসদদের তহবিলকে বুদ্ধিমত্তার সঙ্গে প্রয়োগ করেছিলেন সচীন। গোটা দেশজুড়ে ১৮৫টি প্রকল্পের জন্য সাংসদ তহবিলের টাকা মঞ্জুর করেছিলেন তিনি। এছাড়াও সংসদ গ্রাম আদর্শ যোজনায় তিনি দুইটি গ্রামের উন্নয়নের জন্য দত্তক হিসেবেও নিয়েছিলেন। সেই গ্রামগুলি হল অন্ধ্রপ্রদেশের রাজু কান্ডিরগাঁ এবং মহারাষ্টের ডোনজা।