বেঙ্গালুরু(কর্ণাটক), ২১ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটক বিধানসভা নির্বাচনকে ঘিরে বাকযুদ্ধ চরমে উঠেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। বুধবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘বাচ্চা’ বলে কটাক্ষ করেছেন। এই বিষয়ে বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘কর্ণাটকে কংগ্রেস সভাপতির উপস্থিতি বিজেপিকে ১৫০-র বেশি আসন পেতে সাহায্য করবে।’ এছাড়াও কংগ্রেস মুক্ত কর্ণাটক গড়ার ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি এদিন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ কর্ণাটকের উদুপিতে জন সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘সুযোগ এসেছে মানুষের ক্ষোভকে ভোটে পরিণত করার সিদ্দারামাইয়া সরকারকে ক্ষমতাচ্যূত করে বিজেপি সরকারকে ফিরিয়ে আনার ।’
প্রসঙ্গত, গুজরাট নির্বাচনে বিজেপিকে জোর টক্কর দিয়েছিল কংগ্রেস। এবার দক্ষিণ ভারতে নিজেদের শেষ গড় বিজেপির আগ্রাসন থেকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। তাই দুই তরফে মধ্যে চরমে উঠেছে বাকযুদ্ধ। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে কর্ণাটকে এসে একাধিক জনসভা করেছেন রাহুল গান্ধী। বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে এবং বীরাপ্পা মইলিকে নিয়ে কর্ণাটক একাধিক জেলা চষে বেরিয়েছিলেন রাহুল গান্ধী। অন্যদিকে কর্ণাটকে একাধিক জনসভা করে চলেছেন অমিত শাহ।