মনোনয়ন প্রত্যাহার পাঁচ প্রার্থীর, তালিকায় নতুন নাম উঠল চার সহস্রাধিক ভোটারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ৫জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ এদিকে, গত জানুয়ারি মাসে চার হাজার নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে৷ পাশাপাশি, ভুয়ো ভোটারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে এএসডি (এবসেনটি/ সিফটেড/ ডুপ্লিকেট অথবা ডেথ) ভোটার হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷  শুক্রবার মহাকরণে একথা জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তী৷

এদিন তিনি জানান, চারজন নির্দল প্রার্থী এবং একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ তাঁরা হলেন, বাগমা কেন্দ্রে নির্দল প্রার্থী পূর্ণমোহন জমাতিয়া, সাব্রুম কেন্দ্রে অলক ভট্টাচার্য, করবুক কেন্দ্রে মনোরঞ্জন ত্রিপুরা, পাবিয়াছড়া কেন্দ্রে সুব্রত মালাকার এবং রাজনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিমল চন্দ্র দাস৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, শনিবার মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন৷

এদিকে, গত জানুয়ারি মাসে চার হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন৷ এবিষয়ে মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, ফর্ম-৬ এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য অনেকেই আবেদন জানিয়েছিলেন৷ তাদের মধ্যে শুধু জানুয়ারী মাসেই চার হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন৷ পাশাপাশি তিনি জানান, এবারই প্রথম সুনির্দিষ্ট নাম উল্লেখ করে ভুয়ো ভোটারের অভিযোগ জানানো হয়েছে৷ সমস্ত অভিযোগ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সময়ের মধ্যেই পাঠানো হয়েছে ব্যবস্থা গ্রহণ করার জন্য৷ ইতিমধ্যে এই প্রক্রিয়া সমাপ্ত হয়েছে৷ তাতে, কিছু মৃত অথবা ডুপ্লিকেট ভোটার, অন্যত্র রয়েছেন এমন ভোটার প্রমাণিত হয়েছে৷ তবে, চুড়ান্ত ভোটার তালিকা থেকে তাদের নাম এখন বাদ দেওয়া সম্ভব নয়৷ কারণ, নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর কোন ভোটারের নাম বাদ দেওয়ার অনুমতি দেয়না রাজ্য নির্বাচন দপ্তরকে৷ তাই, কমিশনের নির্দেশিকা মোতাবেক ঐ ভোটারদের এএসডি ভোটার হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷ এএসডি ভোটার লিস্টে তাদের নাম আগামীকালের মধ্যেই প্রকাশিত হবে৷ তাছাড়া, নতুন ভোটারদেরও নাম তালিকায় আগামীকালই প্রকাশিত হবে৷

শ্রীরাম তরণীকান্তী জানিয়েছেন, ভোটার তালিকায় হদিশ না পাওয়া কোন ব্যক্তির নাম থাকলে ভোটার তালিকায় এই নামের পাশে ‘এ’ লিখে দেওয়া হবে৷ অর্থাৎ এবসেন্ট৷ অনুরূপভাবে ভোটার তালিকা থেকে নাম অন্যত্র সরিয়ে নিলে সেখানে ‘এস’ লিখে দেওয়া হবে, অর্থাৎ শিফটেড৷ আর মৃত হিসাবে চিহ্ণিত ভোটারের নামের পাশে ‘ডি’ লেখা থাকবে, অর্থাৎ ডেথ৷ তিনি আরও জানান, এই ভোটাররা ভোট কেন্দ্রে এলে তাদের অনেক প্রশ্ণের সম্মুখীন হতে হবে৷ তাঁর কথায়, এএসডি ভোটার লিস্টে নাম রয়েছে এমন ভোটাররা ভোট দিতে আসলে ভোট গ্রহণ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার তাদের দুই দফায় পরিচয় পত্রের প্রমাণ খতিয়ে দেখবেন৷ বৈধ ভোটার প্রমাণিত হওয়ার পরই তাঁরা ভোট দিতে পারবেন৷ মুখ্য নির্বাচন আধিকারিকের মতে, এমনও ভোটার রয়েছেন যারা বহিঃরাজ্যে কিংবা বিদেশে কর্মরত৷ তাদের নাম এখন এএসডি তালিকায় তোলা থাকবে৷ তাঁরা রাজ্যের ভোটার হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হলেই ভোট দিতে পারবেন৷

এদিকে, আগামী ৭ ফেব্রুয়ারী সারা রাজ্যে ভিভিপ্যাট ও ইভিএম কমিশনিং হবে৷ ঐ সময় ১২১ জন ইঞ্জিনিয়ার প্রয়োজন বলে কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে৷ পাশাপাশি, ভোটের  দিন ৩৭৫ জন ইঞ্জিনিয়ার কমিশনের কাছে চাওয়া হয়েছে৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আগামী ৪ ফেব্রুয়ারী পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে সর্বদলীয় বৈঠক হবে৷ তিনি জানান, প্রায় ৫০ হাজার পোস্টাল ব্যালট ছাপতে দেওয়া হবে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে তার তদন্ত রিপোর্ট ঊনকোটি জেলার নির্বাচন আধিকারিক পাঠিয়েছেন৷ এই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের প্রক্রিয়া চলছে৷ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক তাপস রায় এবিষয়ে জানিয়েছেন, ঊনকোটি জেলা নির্বাচন আধিকারিকের রিপোর্ট অনুযায়ী অরুণাচলের মুখ্যমন্ত্রী সেদিন একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন৷ এর সাথে রাজনীতির কোন যোগাযোগ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *