মুম্বই, ৩১ জানুয়ারি (হি.স.) : পদ্মাবত প্রসঙ্গে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন পদ্মাবত সিনেমার পরিচালক সঞ্জয়লীলা বনশালি। এই বিষয়ে তিনি দাবি করেন তার সিনেমার বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল তার কোনও যুক্তি এবং কারণ ছিল না। সেই সময়ে নিজের মানসিক অবস্থার কথা ব্যক্ত করতে গিয়ে সঞ্জয়লীলা বনশালি বলেন, আমার সিনেমাকে নিয়ে যে নেতিবাচক পরিবেশ তৈরি হয়েছিল তা নিয়ে মানসিক ভাবে চিন্তিত ছিলাম। আমি সমস্যার মধ্যে ছিলম। সেই সময়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভেতর থেকে আমি সিনেমাটিকে বানানোর শক্তি পেয়েছি। আমার মানসিক ক্লেষ এবং অসুবিধা যেন সিনেমাটির উপর কোনও প্রভাব না ফেলে সেই বিষয়ে আমি সচেতন থেকেছি। বিগত শেষ কয়েক মাস ধরেই সিনেমাটির ভুল ত্রুটি ঠিক করে এবং সৃজনশীলতার ছোঁয়া দিয়ে সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছি। আর সেটাই আমার জবাব।
পদ্মাবতের ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, সিনেমাটি নিয়ে যে সাড়া পাওয়া গিয়েছে তার থেকেই স্পষ্ট মানুষ সিনেমাটি দেখার জন্য উদগ্রীব হয়ে ছিল। সিনেমাটির প্রতি মানুষের ভালবাসাই আমার নজরে পড়ছে। আমি জানি সিনেমাটি খুব সুন্দর হয়েছে। পরিচালক দাবি করেন বহু রাজপুত সম্প্রদায়ের মানুষ সিনেমাটি দেখেছেন এবং দেখে তারা প্রশংসাও করেছে। পরিচালক আরও বলেন সিনেমাটি তৈরি হওয়ার পর থেকে সেন্সর বোর্ডের যাওয়া পর্যন্ত সময়টা উৎকন্ঠায় কাটিয়েছেন তিনি।