নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ জানুয়ারী৷৷ পঁুজিপতিদের অর্থে ত্রিপুরায় নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি৷ শুধু তাই নয় এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি জাতি ও উপজাতির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে৷ এই অভিযোগ করলেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ মঙ্গলবার দক্ষিণ জেলার জোলাইবাড়িতে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জমায়েতে বক্তব্য রাখেন সীতারাম ইয়েচুরি৷
বক্তব্য রাখতে গিয়ে তিনি, বিজেপি এবং আরএসএসের তীব্র সমালোচনা করেছেন৷ তিনি বলেন, রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি৷ আরএসএসের সদস্যদের রাজ্যে নিয়ে এসে গন্ডগোল পাকানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি৷ শান্তি ও সম্প্রীতির পরিবেশকে বিষাক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে৷ সীতারাম ইয়েচুরির দাবী বিজেপি ও আরএসএসের এই ষড়যন্ত্র কোন কাজে লাগবে না৷ এরাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ শান্তি ও সম্প্রীতির পক্ষে তথা বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে ৮ম বামফ্রন্ট সরকার গঠন করবেন৷ এদিনের সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তথা স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, জোলাইবাড়ি কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী যশবীর ত্রিপুরা, সিপিএম নেতা নারায়ণ কর প্রমুখ৷ বক্তরা ৮ম বামফ্রন্ট সরকার গঠনের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷