ওয়েবকাস্টিংয়ে নিয়োজিত বেসরকারী সংস্থার কর্মীদের জন্যও পোস্টাল ব্যালটের বন্দোবস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে নব সংযোজন কমিশনের৷ প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের জন্য বেসরকারী সংস্থার কর্মীদেরও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন৷ আপাতত বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে৷ সোমবার একথা জানান অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক তাপস রায়৷ তাঁর কথায়, সারা রাজ্যে অন্তত ৬০ থেকে ৬৫ শতাংশ বুথে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাছাড়াও যেখানে সরাসরি সম্প্রচার সম্ভব নয়, সেখানে ভিডিও রেকর্ডিংয়েরও ব্যবস্থা করা হয়েছে৷ এই কাজের বরাত দুটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে৷ তাদের অধীনে রাজ্যের কর্মীরাও এই কাজে নিয়োজিত থাকবেন৷ ফলে তাদের ভোট সুনিশ্চিত করার জন্য কমিশন বেসরকারি সংস্থার ঐ কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছে৷ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে৷ শ্রী রায় জানান, ওয়েবকাস্টিং এবং ভিডিও রেকর্ডিংএর মহড়া দেওয়া হবে আগামী ৫ ফেব্রুয়ারী৷ জেলা নির্বাচন আধিকারিক, মুখ্য নির্বাচন আধিকারিক এবং নির্বাচন কমিশন ভোটের দিন রাজ্যের সমস্ত বুথে নজরদারি চালাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *