হায়দরাবাদ (তেলেঙ্গানা), ২৮ জানুয়ারি (হি.স.): সরকারী চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আগে থেকে পাওয়া খরবের ভিত্তিতে হায়দরাবাদ পুলিশের টাক্স ফোর্স ওই দুই প্রতারককে শনিবার গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ১,১৫,০০০ টাকা, দুইটি মোবাইল ফোন, বেশ কিছু নকল সরকারী নথি এবং চাকরি প্রার্থীদের আবেদনপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকদিন ধরেই সরকারী চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠছিল। দীর্ঘদিন ধরেই এই প্রতারণা চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িতদের ধরার জন্য উঠে পড়ে লাগে পুলিশ। অবশেষে সাফল্য পেল তারা। ধৃত দুই ব্যক্তিরা হলেন আর রাজশেখর এবং রমাকান্ত। গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমে জুনিয়র এসিস্টেন্ট পদে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা তারা চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়ে ছিলেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর পেছনে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।