জোহানেসবার্গ, ২৪ জানুয়ারি (হি.স.) : বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াইয়ে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। টিম কোহলিদের হাত থেকে সিরিজ আগেই হাতছাড়া হয়ে গিয়েছে। এই অবস্থায় এদিনে মাঠে নামার অাগে লক্ষ্য হোয়াইটওয়াশ কোনওক্রমে বাঁচানো। পিচের ঘাসের আস্তরণ থাকায় গতি ও বাউন্সি পিচের কথা মাথায় রেখে এই প্রথমবার স্পিনার ছাড়া টেস্ট খেলতে নামছে ভারত৷ তা সত্ত্বেও সকলকে অবাক করে জোহানেসবার্গে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ প্রথম একাদশে একজোড়া বদল এনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামছে ভারত৷ সেঞ্চুরিয়নের দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করা রোহিত শর্মাকে বসিয়ে অজিঙ্কা রাহানেকে জায়গা করে দেওয়া হয়েছে৷ রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে দলে ফেরানো হয়েছে ভুবনেশ্বর কুমারকে৷
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও যথেষ্ট আত্মবিশ্বাসী। এবি ডিভিলিয়ার্স তো আগেই জানিয়েছিলেন যে ভারতকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে তাঁর সবথেকে ভালো লাগবে।
প্রথম দুটো টেস্ট ম্যাচে তো ভারতকে সবদিক থেকেই মাত দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও একথা স্বীকার করেছেন। তবে আগামী ম্যাচে আশা করা যায় যে ভারত পাশা বদলাতে পারবে। অন্তত একটা ম্যাচ জিতে সিরিজটা শেষ করতে পারবে।
তবে কাজটা ভারতীয় ক্রিকেট দলের কাছে খুব একটা সোজা হবে না। প্রথম দুটো টেস্ট ম্যাচে তো উইকেট দক্ষিণ আফ্রিকার হাতের মুঠোয় ছিল। এই উইকেট পাঁচদিন কাটানোটাই ভারতীয় ক্রিকেট দলের কাছে কঠিন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।