রাঁচি, ২৪ জানুয়ারি (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলা, চাইবাসা ট্রেজারি মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| বুধবার রাঁচির বিশেষ সিবিআই আদালতে চাইবাসা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্র সহ মোট ৫০ জন| দোষীসাব্যস্ত হয়েছেন বিদ্যাসাগর নিষাদ, জগদীশ শর্মা এবং আর কে রাণাও| রাঁচির বিশেষ সিবিআই আদালত মুক্তি দিয়েছে ৬ জনকে| চাইবাসা ট্রেজারি মামলায় সাজা ঘোষণা হবে দুপুর দু’টোয়|
ইতিমধ্যেই পশুখাদ্য কেলেঙ্কারির দু’টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ যাদব| এবার চাইবাসা ট্রেজারি মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন আরজেডি সুপ্রিমো| ১৯৯২-১৯৯৩ সালে চাইবাসা ট্রেজারি থেকে বেআইনিভাবে ৩৩.৬৭ কোটি টাকা তোলার দায়ে দোষী সাব্যস্ত হলেন লালু ও জগন্নাথ মিশ্র সহ মোট ৫০ জন| বিশেষ সিবিআই আদালতে মুক্তি পেয়েছেন ড. রাম প্রকাশ রাম, ড. মুকেশ শ্রীবাস্তব, রামঅবতার শর্মা, বিমলা শর্মা, সীমা কুমার এবং সুদেব রাণা|
পশুখাদ্য কেলেঙ্কারির দু’টি মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব| তৃতীয় মামলাতেও তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত| এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে নিরপরাধ ঘোষণা করা হলেও, তৃতীয় মামলায় আর রেহাই পেলেন না তিনি| তৃতীয় মামলাটিতে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ১৯৯২-৯৩ সালে ভুয়ো চিঠি ব্যবহার করে ৩৩.৬৭ কোটি টাকা চাইবাসা ট্রেজারি থেকে তোলার অভিযোগ প্রমাণিত হল| যেখানে সরকার অনুমোদিত অর্থের পরিমাণ ছিল ৭.১০ লক্ষ টাকা|
পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলা, দেওঘর ট্রেজারি মামলায় দোষী প্রমাণিত হয়ে বর্তমানে রাঁচির বিরসা মুণ্ডা জেলে রয়েছেন লালু প্রসাদ যাদব| চলতি মাসের ৬ তারিখ দেওঘর ট্রেজারি মামলায় লালুকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় রাঁচির বিশেষ সিবিআই আদালত| তার আগে ২০১৩ সালে পশুখাদ্য কেলেঙ্কারির প্রথম মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল লালুর|
পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় লালু প্রসাদ যাদব দোষী সাব্যস্ত হওয়ার পর আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং জানিয়েছেন, ‘এই রায়ে আমরা হতাশ নেই| এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে|’ লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, ‘মানুষ জানেন বিজেপি, আরএসএস এবং বিশেষ করে নীতীশ কুমার কীভাবে লালু জী-র বিরুদ্ধে চক্রান্ত করছেন| সমস্ত রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব|’ অন্যদিকে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়েছেন, ‘এই রায় বিস্ময়কর নয়, প্রত্যাশিত ছিল| আরজেডি-র বিবৃতি দুর্ভাগ্যজনক| তাঁরা কি এটা বলতে চাইছেন, বিজেপি এবং নীতীশজী-র সঙ্গে ষড়যন্ত্র করেছেন বিচারক|’