নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ সরস্বতী পুজোর রাতে ফাঁসীতে আত্মঘাতী কলেজ পড়ুয়া ছাত্রের৷ মৃতের নাম সৌরভ দেবনাথ (২২)৷ বাড়ি বেলবাড়ি এ ডি সি ভিলেজ এলাকায়৷ মঙ্গলবার সকালে ঘড়ে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন৷ খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়৷রতন দেবনাথের ছেলে সৌরভ দেবনাথ খুমুলুঙ কলেজে শেষ বর্ষের ছাত্র ছিলেন৷ বাঙালীর ভ্যালেন্ট টাইন্স অর্থাৎ সরস্বতী পুজোতে বন্ধু বান্ধবীদের নিয়ে ঘুড়তে বেড়িয়ে গিয়ে আচমকা মুখ কালো করে বাড়ি ফিরে আসে৷ পরিবারের সদস্যদের আশঙ্কা বান্ধবীর সঙ্গে ঝামেলা হতে পারে৷ মান ও অভিমান করে আত্মহত্যা করেছেন সৌরভ দেবনাথ৷ ছেলের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারের লোকজন৷
2018-01-24