লন্ডন,২১ জানুয়ারি (হি.স.): পেশাদারিত্ব ব্যাপারটা বড়ই নিষ্ঠূর। জীবনের সব ক্ষেত্রেই সত্য, ফুটবলারদের জীবনে আরো বেশি প্রমাণিত। বড় প্লেয়ারকে হারিয়েও যে বড় মঞ্চে সফল হওয়া যায় সেটাই দেখালেন আর্সেনালের প্লেয়াররা ৪-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে প্রিমিয়ার লীগ এ উড়িয়ে দিয়ে | লেফট ব্যাক নাচো মন্রিয়াল একটি গোল ছাড়াও দুটি গোল করতে সহায়তা করেন, জার্মান ওজিল একটি দুর্দান্ত পাস দিয়ে ফরাসি প্লেয়ার লাক্যাজিট্টের গোল খরা কমান | অন্যদিকে চেলসি ৪-০ গোল এ জয় পায় ব্রাইটনের বিরুদ্ধে , হ্যাজার্ড দুটি গোল করে ম্যান অফ দা ম্যাচ , ম্যান ইউ ১-০ গোলে হারায় বার্নলি কে | ম্যান সিটি নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখলো ৩-১ গোলে নিউক্যাসল ইউনাইটেড কে হারিয়ে, ২ গোল করেন সের্গিও আগুয়েরো | এই ম্যাচ জিতে ২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল দ্বিতীয় স্থানাধিকারী ম্যান ইউর থেকে ১৩ পয়েন্টে এগিয়ে | আর্সেনাল ৬ নম্বরে ৪২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে , চেলসি ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইলো|
2018-01-22