নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা যথাসময়ে হবে কি না এনিয়ে চর্চা শুরু হয়েছে৷ বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছে দাবী জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা যাতে শুরু করা না হয়৷ বিষয়টি নিয়ে যুব মোর্চা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেবের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছে৷ যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ইঙ্গিত দিয়েছেন পরীক্ষা পেছানো হতে পারে৷ এ নিয়ে পর্ষদে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে৷ এর আগে ঠিক ছিল মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা সূচি ৫ মার্চ থেকে শুরু হবে৷ কিন্তু, নির্বাচনী নির্ঘন্ট অনুযায়ী ভোটের ফলাফল প্রকাশিত হবে ৩ মার্চ৷ তাই নির্বাচনী প্রক্রিয়া এবং নতুন বিধানসভা গঠন পর্ব এই সময়কালের মধ্যে শেষ হচ্ছে না৷ ফলে আরও বেশ কিছুদিন পিছিয়ে দেওয়া ছাড়া অন্য কোন্য বিকল্প নেই বলে মনে করা হচ্ছে৷ তবে, যদি পরীক্ষা পেছানো হয় তাহলে স্বাভাবিক ভাবেই ফলাফলও দেরীতে প্রকাশিত হবে৷ তাতে করে পরবর্তী পর্য্যায়ে উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে ছাত্রছাত্রীদের৷
2018-01-20