সাংবাদিক পরিচয় দিয়ে এক্সিট পুল করতে গিয়ে গণরোষে পাঁচ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ ভুয়ো সাংবাদিক সেজে নির্বাচনী এক্সজিট পুল করতে এসে ক্ষোভের মুখে পড়ল পাঁচজন যুবক৷ ঘটনা উদয়পুর মহকুমার কাকড়াবন থানার অন্তর্গত শিলঘাটি গ্রাম পঞ্চায়েতের কিশোরগঞ্জ এলাকায়৷ আজ সকাল আনুমানিক ১২ টা নাগাদ টিআর০১-এস-০৭৯২ নাম্বারের সাদা রঙের স্কোরপিও নিয়ে ও পাঁচজন যুবক শিলঘাটি গ্রাম পঞ্চায়েতের কিশোরগঞ্জ এলাকায় নির্বাচনী এক্সজিট পুল করতে আসে৷ সেসময় স্থানীয় সাধারণ মানুষ তাদের পরিচয় জানতে চাইলে ঐ পাঁচ যুবকরা জাতীয় স্তরের বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক বলে পরিচয় দেয়৷ তাদের পরিচয় পত্র দেখতে চাওয়া হলে ঐ যুবকরা কোনো প্রকার সাংবাদিকতার পরিচয়পত্র দেখাতে পারেনি৷ ফলে এলাকাবাসীর তুমুল বিক্ষোভের মুখে পড়েন ঐ পাঁচ যুবক৷ তখন এলাকাবাসী তাদের ধরে গাড়িসহ কিশোরগঞ্জ মোটরস্যান্ডে আটক করে রাখে৷ তাদের মধ্যে সাংবাদিক পরিচয় দেওয়া একজন যুবক হঠাৎ করে টিআর০১-এস-০৭৯২ নাম্বারের গাড়িতে প্রেস লেখা লাগানো লেখাটি টান দিয়ে খুলে ছিড়ে ফেলে দেয়৷ তখন সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ তখন  ঘটনাস্থল থেকে খবর দেওয়া হয় কাকড়াবন থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ সেখান থেকে গাড়িসহ ঐ পাঁচ যুবককে আটক করে নিয়ে আসা হয় কাকড়াবন থানায়৷ অন্যদিকে কাকড়াবন থানার ওসি সুব্রত দেবনাথের কাছে ধৃত পাঁচ যুবক ও ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে উনি জানান, ধৃত পাঁচ যুবক সাংবাদিক৷ যদিও সুব্রত দেবনাথ ধৃত পাঁচ ব্যক্তির সাংবাদিক হওয়ার কোনো প্রমান না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন এবং স্থানীয় সাংবাদিকদের কোন সদ উত্তর দিতে পারেনি৷ সুব্রত দেবনাথ ধৃত পাঁচ যুবককে ছেড়ে দেয়৷ এই ধরনের পদক্ষেপে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিভিন্ন প্রশ্ণ দানা বাঁধছে৷ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কাকড়াবনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *