নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): রাজধানীতে সেনা মহড়া চলাকালীন দুর্ঘটনা| কমবেশি আহত হলেন ৩ জন জওয়ান| দিল্লি ক্যানটনমেন্ট প্লে গ্রাউন্ডে সেনা দিবসের প্যারাডের মহড়া চলছিল। আচমকাই হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে ঘটে যায় বিপত্তি। ঘটনার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে সেনা প্রশাসন।
একটি ভিডিও-তে দেখা গিয়েছে, ৮ জন কমান্ডো একটি মহড়ার সময়ে স্লিদারিং অপরেশন-এ ছিলেন। তাঁরা অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ‘ধ্রুব’ থেকে নিচে নামছিলেন। আর সেই সময়তেই দড়ি ছিঁড়ে গিয়ে ঘটে যায় বিপত্তি। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ৩ জন জওয়ান। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দড়িটি সঠিক পরিস্থিতিতে না থাকাতেই এই বিপত্তি। তবে গোটা ঘটনার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি পালিত হয় সেনা দিবস। এ বছরও সেই দিনের উদযাপন ঘিরে চলছিল মহড়া।