নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): ভারতীয় গোয়েন্দা বিভাগ প্রজাতন্ত্র দিবসে দেশের কয়েকটি রাজ্যে বড়সর নাশকতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে| এই বিষয়ে তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে| জানা গিয়েছে, তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্র দফতর উত্তরাখন্ড সহ সাতটি রাজ্যে বিশেষ সতর্কবার্তা জারি করেছে| ২৬ জানুয়ারি বড়সর নাশকতার আশঙ্কা প্রকাশের রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর হাতে পাওয়ার পর যে সাতটি রাজ্যে হাইএলার্ট জারি করেছে, সেই রাজ্যগুলো হল, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ এবং রাজস্থান| কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এই রাজ্যগুলির গোয়েন্দা বিভাগ এবং প্রশাসনের সমস্ত উচ্চস্তরে ইতিমধ্যেই চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছে| স্বরাষ্ট্রমন্ত্রক তাদের রিপোর্টে জানিয়েছে, ২৬ জানুয়ারি রাজ্যগুলির অনুষ্ঠান চলাকালীন ড্রোন এবং আকাশ পথে হামলা চালান হতে পারে| এই সতর্কতা জারির পর এরমধ্যেই উত্তরাখন্ডে সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে| এই সতর্ক জারি করার পর ওই রাজ্যে পুলিশের তরফে রাজ্যের বিশেষ বিশেষ জায়গায় কড়া সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে| রাজ্যের ডেপুটি কমিশনার (আইন-শৃঙ্খলা) অশোক কুমার জানিয়েছেন, এই খবরটা আমরা জেনেছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে কোনও চিঠি এসে পৌঁছয়নি| কিন্তু মৌখিক ভাবে এই খবর আমরা পাওয়ার পরই আমরা রাজ্যের বিভিন্ন সংবেদনশীল জায়গা গুলোকে চিহ্নিত করে সেই জায়গা গুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছি|
2018-01-08