মহিষাদল, ৭ জানুয়ারি (হি.স.) : ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মেয়েকে প্রেম নিবেদন করে শ্রীঘরে যেতে হল এক যুবককে। অভিযুক্তর নাম দেবকুমার মাইতি। বাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। চিত্রশিল্পী হিসেবে এলাকায় পরিচিত। মহিষাদল থানার পুলিশকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের পুলিশ রবিপার ভোরে তাকে গ্রেফতার করে। এদিনই রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হবে।
পুলিশ সূত্রে জানা জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে সচিন তেন্ডুলকরের অফিসে ফোন করেন দেবকুমার। সচিনের মেয়ে সারার প্রতি তাঁর ভালোবাসার কথা সেখানেই জানান তিনি। এরপর মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করা হয়। সেখান থেকে নম্বর ট্র্যাক করে দেখা যায়, সেটি দেবকুমারের নম্বর। মুম্বই স্পেশাল ব্রাঞ্চের পুলিশ মহিষাদল থানায় যোগাযোগ করে। সেখান থেকে আসেন স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন অফিসার। মহিষাদল থানার পুলিশের সাহায্যে দেবকুমার মাইতিকে গ্রেফতার করা হয়।
গোটা শরীরের সারার নাম লিখে রেখেছেন দেবকুমার। এলাকাবাসীরা জানিয়েছেন, সারাকে বিয়ে করা ও তাঁর সঙ্গে বাকি জীবন কাটানোর কথা সবাইকে বলতেন তিনি। বেশ ভালো ছবি আঁকতে পারেন। সেই সুবাদে এলাকায় পরিচিতিও রয়েছে।