শ্রীনগর, ৬ জানুয়ারি (হি.স.): ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে| শনিবার সকালে সোপোরের মেইন মার্কেট এলাকায় আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৪ জন পুলিশ কর্মী| এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’জন পুলিশ কর্মী| আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন ডোডার বাসিন্দা ইরশাদ, কুপওয়ারার বাসিন্দা মহম্মদ আমিন, সোপোরের বাসিন্দা গুলাম নবি| চতুর্থ পুলিশ কর্মীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন পুলিশ কর্মী| হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান চতুর্থ পুলিশ কর্মী|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে সোপোরের মেইন মার্কেট এলাকায়, ‘ছোটা বাজার’ এবং ‘বড় বাজার’-এর মাঝে একটি লেনে অবস্থিত দোকানের কাছে আইইডি বিস্ফোরণ হয়| সেই সময় ওই এলাকায় পুলিশ ভ্যানে চেপে টহল দিচ্ছিলেন পুলিশ কর্মীরা| পুলিশের ভ্যান আইইডি-র উপর দিয়ে যাওয়া মাত্রই জোরালো বিস্ফোরণ হয়| আচমকা আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৪ জন পুলিশ কর্মী| এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’জন পুলিশ কর্মী| আইইডি বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় তিনটি দোকানও|
এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন হামলার দায় স্বীকার করেনি| গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে| চলছে চিরুনি তল্লাশি| উল্লেখ্য, ২০১৮ সালে এই প্রথম বড় হামলার ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে| সোপোরে আইইডি বিস্ফোরণে ৪ জন পুলিশ কর্মীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি| পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি|