নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে দিল্লি যাচ্ছেন ত্রিপুরার উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল তথা পৃথক রাজ্যের দাবিদার আইপিএফটি’র ১০ সদস্যের এক প্রতিনিধি দল৷ ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি’র সঙ্গে এই দলের জোট গঠন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটছে না৷ একই সঙ্গে আইপিএপটি নিজেদের অবস্থানে অনড় থেকে পৃথক রাজ্যের দাবিকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে৷ অন্যদিকে, বিজেপি এই দাবির ঘোর বিরোধী৷ আইপিএফটি’র সাধারণ সম্পাদক মেবারকুমার জামাতিয়া সোমবার জানিয়েছেন, আইপিএফটি-র ১০ সদস্যের এক প্রতিনিধিদল ২ জানুয়ারি দিল্লির উদ্দেশে রওয়ানা হচ্ছে৷ তার পরের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে তাঁদের৷ প্রধানমন্ত্রীর পক্ষে সাক্ষাত করা সম্ভব না হলে তাঁর দফতরের কোনও একজন প্রতিমন্ত্রী তাঁদের সঙ্গে সাক্ষাত করবেন৷ তার পরের দিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও আলোচনা হবে৷ আইপিএফটি’র তরফে পৃথক রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করতে বলা হবে৷ মেবারকুমার জামাতিয়া বলেন, কেন্দ্রীয় সরকারের অবস্থানের উপরই ত্রিপুরায় বিজেপি-র সঙ্গে জোট গঠনের বিষয়টি নির্ভর করছে৷ কেন্দ্রীয় সরকার পৃথক রাজ্য গঠনের যৌক্তিকতা বিচার করার জন্য একটি মডালিটি কমিটি গঠন করলে তবেই আইপিএফটি জোট গঠনের বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনায় বসবে৷ অন্যথায় আইপিএফটি একাই বিধানসভা নির্বাচনে লড়াই করবে৷ তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা সফল হলে তবেই তাঁরা বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাত করবেন৷ অন্যথায় তাঁরা রাজ্যে ফিরে আসবেন৷
2018-01-02