পাকিস্তান বানানোর চক্রান্ত রুখতে ভারতের সাহায্য চায় বাংলাদেশ

কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স.): বাংলাদেশকে ফের পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ন মন্ত্রী এবং শাসক আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “এ ব্যাপারে আমরা ভারতের সহযোগিতা চাই।”

বুধবার রাতে ঢাকা ফিরে যাওয়ার আগে কলকাতায় এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, “ভারতের সহযোগিতায় একাত্তরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এর পর থেকেই তাকে ফের পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। এক মাত্র পরমাণু অস্ত্র তৈরি ছাড়া সব বিষয়ে আজ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের জিডিপি সূচক যখন ৫.২৮, বাংলাদেশের ৭.২৮। আমাদের গড় আয়ু ৭১.৬ বছর, পাকিস্থানের ৬৭ বছর। স্বাক্ষরতার হার আমাদের ৭১, ওদের ৫৮ শতাংশ।’’

ওবায়দুল কাদের বলেন, “সব চেয়ে বড় কথা—যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির ব্যবস্থা করেছে এই সরকার। মৌলবাদকে রুখে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। আগামী দিনে ভারত আরও সুন্দর বাংলাদেশ পাবে। এখন আপনারা ঢাকায় গেলে ওখানকার যানজট আপনাদের খারাপ লাগে। আমরা বেশ কিছু রাস্তা, সেতু করছি। এগুলো হয়ে গেলে ঢাকা এবং বাংলাদেশ আরও সুন্দর হয়ে উঠবে।’’

ওবায়দুল কাদের জানান, “পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাঙ্ক লগ্নি করতে চায়নি। নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করছে সরকার। সেই সেতুর ৫২ শতাংশ কাজ শেষ হয়েছে। মোট ৪১টি স্তম্ভ হবে। এর ৩৭ টি হয়ে গিয়েছে। পদ্মার তলদেশ মাঝে মাঝে বিদ্রোহ করে বলে সাবধানে করতে হচ্ছে। এটা ৩০ হাজার কোটি টাকার প্রকল্প। এখন বিশ্ব ব্যাঙ্ক বলছে, হ্যাঁ, বাংলাদেশ পারে। বেশ কিছু প্রশস্ত রাস্তা হচ্ছে। ঢাকায় মেট্রো রেল হচ্ছে।’’