হাফলং (অসম), ২৭ নভেম্বর, (হি.স.) : দশম ডিমা হাসাও দেহশ্রী প্রতিযোগিতায় মিস্টার ডিমা হাসাও ২০১৭ এবং মিস ডিমা হাসাও ২০১৭ খেতাব
অর্জন করেছেন যথাক্রমে প্রণব লাংথাসা ও সুস্মিতা শর্মা। এছাড়া মোস্ট ইমপ্রোভডি বডিবিল্ডার ২০১৭ খেতাব দখল করেছেন সুদীপ দে। হাফলং সাংস্কৃতিক ভবনে দশম ডিমা হাসাও দেহশ্রী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার গগন পান্ডে। এছাড়া উপস্থিত ছিলেন অল আসাম বডিবিল্ডিং ও ফিটনেস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি প্রশান্ত বরা, যোরহাট জেলা বডিবিল্ডিং ও ফিটনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশীল বরদলৈ।
ডিমা হাসাও বডি বিল্ডিং ওয়েট লিফটিং ক্লাবের উদ্যোগে ও ডিমা হাসাও জেলা বডিবিল্ডার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শনিবার হাফলংয়ে দশম ডিমা হাসাও দেহশ্রী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিমা হাসাও জেলার বিভিন্ন জিমের ৩৩ জন প্রতিযোগী দশম ডিমা হাসাও দেহশ্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই ৩৩ জন প্রতিযোগীর মধ্যে মিস্টার ডিমা হাসাও ২০১৭ খেতাব দখল করেন মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রণব লাংথাসা এবং ২০১৬ সালে মিস আসাম খেতাব অর্জনকারী সুস্মিতা শর্মা মিস ডিমা হাসাও ২০১৭ খেতাব দখল করেন। এতে মিস্টার ডিমা হাসাও ২০১৭ প্রথম রানার্স আপ হন আজারা যৌতে এবং মোস্ট ইমপ্রোভড বডিবিল্ডার ২০১৭ খেতাব যায় সুদীপ দে-র দখলে।
দশম ডিমা হাসাও দেহশ্রী প্রতিযোগিতার বিজয়ীরা আগামী ডিসেম্বরে শিবসাগরে অনুষ্ঠেয় সারা আসাম দেহশ্রী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছাড়পত্র পেয়েছে। এদিন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার গগন পান্ডে। এছাড়া এদিন দেহশ্রী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বক্তব্য পেশ করেন হাফলং বডিবিল্ডিং ওয়েট লিফটিং ক্লাবের সভাপতি ঋষিকেশ উপাধ্যায় এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য।
2017-11-27

