রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে, দাবি জাম্বোয়ালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ রাজ্যে সরকার পরিবর্তন করে বিজেপি শাসনে নতুন জনকল্যাণকামী সরকার গড়ার ডাক দিয়েছেন দলের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক জাম্বোয়াল৷ শুক্রবার সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে দলের সদর জেলা সভাপতি মানিক দাসের নেতৃত্বে আয়োজিত সভায় প্রধান বক্তার ভাষণে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন জাম্বোয়াল৷ তাঁর মতে, রাজ্যে মানিক সরকারের শাসনে গুন্ডারাজ চলছে৷ জনগণের উন্নয়নে বরাদ্দকৃত টাকায় কোটিপতি হচ্ছে শাসক দলের নেতারা৷ আইন শৃঙ্খলা চরম ভাবে ভেঙ্গে পড়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷
ত্রিপুরাতে মানিক সরকারের নেতৃত্বে জঙ্গলরাজ চলছে বলে তিনি অভিযোগ করেন৷ তিনি বলেন, লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থানে ব্যর্থ৷ ২৫ বছরের ব্যর্থতায় আসন্ন নির্বাচনে জনগণ চির বিদায় জানাবে বামফ্রন্ট সরকারকে৷ ভোটার তালিকায় রিগিং আটকানোর জন্য বিজেপি কর্মীদের উপর শাসক দলের ক্যাডারদের আক্রমণ বন্ধ না হলে পরিণতি ভয়ঙ্কর হবে বলে কড়া হুশিয়ারি দিয়েছেন তিনি৷ চাকুরী কেলেংকারী থেকে নারী ঘটিত অপরাধ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জাম্বোয়াল৷ তিনি প্রত্যয়ের সাথে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত৷ অজয় জাম্বোয়ল ছাড়াও বক্তব্য রাখেন দলের সদর জেলা কমিটির সভাপতি মানিক দাস৷ শ্রীদাস চিটফান্ড কেলেংকারীর জন্য মানিক সরকারের পদত্যাগ দাবী করেছেন৷ তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসর পর বেকারদের আত্মনির্ভর প্রকল্প রূপায়ন, চিটফান্ডের খলনায়কদের খঁুজে বের করে লুটের টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে৷