নয়াদিল্লী, ২৫ সেপ্ঢেম্বর (হিঃসঃ)৷৷ দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলবে৷ দুর্নীতির সঙ্গে কোনও আপস করবে না সরকার৷ দিল্লীতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় দিনে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর বার্তা, আগে দেশ, পরে দল৷
বিজেপির দুইদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিনে সোমবার প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি নিয়ে কোনও সমঝোতা করবে না তাঁর সরকার৷ যতদিন না দুর্নীতি নির্মূল হচ্ছে, লড়াই চলবে৷ ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কাউকে ছাড়া হবে না৷ এ বিষয়ে তাঁর সরকার অনমনীয় মনোভাব নেবে৷
এদিন সরকারের আর্থিক নীতি প্রসঙ্গে বিরোধীদের আক্রমণের জবাব দিয়ে বলেন, ওরা যখন ক্ষমতায় ছিল, তখন শুধু মজা করেছে৷ এখন তারা বিরোধীদের মতো আচরণ করতে পারছে না৷ সেই সঙ্গে সরকারের অর্থনৈতিক নীতিকে সমর্থন করার বিষয়টি দলের ওপর ছেড়ে দেন মোদী৷
শুধু অর্থনীতি বা দুর্নীতি নয়, এদিন মোদীর বক্তব্যে জায়গা করে নেয় ডোকলাম প্রসঙ্গও৷ প্রধানমন্ত্রী বলেন, যেভাবে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করেছে কেন্দ্র, তা দেখে তাজ্জব অনেকেই৷ একই সঙ্গে, দলকে নির্দেশ দেন, নির্বাচনের বাইরে গিয়ে মানুষের জীবনকে উন্নত করার হাতিয়ার হয়ে উঠতে হবে৷
2017-09-26

