মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : মুম্বইয়ের মালাড অঞ্চলে আবাসনের ভেতর থেকে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলিকে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। প্রাথমিক তদন্তে থেকে জানতে পারা যাচ্ছে শুক্রবার রাত ৮ :৩০ নাগাদ ওই দম্পতির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন।
পুলিশকে দেওয়া বয়ানে মৃতের প্রতিবেশীরা জানিয়েছে ধনরাজের সঙ্গে কাজলের সদ্য বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যে ধনরাজের চাকরি চলে যায়। তার পর থেকে অবসাদে ভুগছিল ২৪ বছর বয়সী ধনরাজ। পুলিশের প্রাথমিক অনুমান চাকরি খুইয়ে অবসাদগ্রস্ত হয়েই আত্মঘাতী হয়েছিল ধনরাজ এবং তার স্ত্রী ১৯ বছর বয়সী কাজল। কিন্তু এখনই কোন সিদ্ধান্তে আসতে চাইছে না তদন্তকারী আধিকারিকরা। গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। খুনের তত্ত্বকেই একেবারে উড়িয়ে দিচ্ছেন না তারা।
2017-09-23