স্বচ্ছতা আমার কাছে পুজো করার মতো, বারাণসীতে বার্তা প্রধানমন্ত্রীর

বারাণসী, ২৩ সেপ্টেম্বর (হি.স.): স্বচ্ছতা আমার কাছে পুজো করার মতো বিষয়। শনিবার উত্তর প্রদেশের বারাণসীতে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর উপকন্ঠে শাহানশাপুরের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্বচ্ছতা আমার কাছে পুজো করার মতো বিষয়। দেশের প্রান্তিক তথা গরিব মানুষের সেবা পরিচ্ছন্নতার মাধ্যমে করতে হবে। কেউ অপরিচ্ছন্ন বা নোংরার মধ্যে জীবন ধারণ করতে চায় না। তাই স্বচ্ছতাই প্রত্যেক ভারতবাসীর প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।’ অস্বচ্ছতার জন্য একাধিক রোগে আক্রান্ত হন সাধারণ মানুষ। তাই স্বচ্ছ ভারতের আর এক মানে যে ‘স্বাস্থ্যকর ভারত’ সেটা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোট ব্যাঙ্ক রাজনীতি প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভোট ব্যাঙ্ক নিয়ে আমি ভাবি না। দলের থেকে দেশকেই বেশি প্রাধান্য দিই আমি।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের মঙ্গল সাধনই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত। এরপরই উত্তর প্রদেশের সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, আগের সরকারের আমলে প্রকল্পের টাকা সাধারণ মানুষ পর্যন্ত পৌছত না।
উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাংসা করে প্রধানমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘পশু আরোগ্য মেলার’ মাধ্যমে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা। পাশাপাশি এই মেলার মাধ্যমে দেশের দুগ্ধ শিল্পে উৎপাদন বাড়বে। উল্লেখ্য, এই মেলায় প্রায় ১৭০০০ গবাদি পশুর চিকিৎসা হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, গত তিন বছরে কৃষকদের উন্নয়নের প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সোয়েল হেলথ কার্ডসহ একাধিক প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকরা লাভবান হয়েছেন। তিনি বলেছেন, ২০২২ সালের মধ্যে প্রত্যেক ভারতবাসীর নিজস্ব বাড়ি হবে। আর সেই লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। তিনি আরও বলেছেন, তাঁর প্রশাসনের মূল লক্ষ্য হল গরিব ও মধ্যবিত্তদের উন্নতি সাধন করা। পাশাপাশি আগামী ২০২২ মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা নিয়েও অঙ্গিকার বদ্ধ হন প্রধানমন্ত্রী। ২০২২ সালের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অনুষ্ঠানে আগত কৃষকদের হাতে ঋণের চেক ও আবাসন প্রকল্পের শংসাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *