সাংবাদিক হত্যার প্রতিবাদে বিভিন্ন দল ও সংগঠনের মিছিল ও সভা রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত কয়েকদিন আগে খুন আগরতলায় সাংবাদিক শান্তুনু ভৌমিক৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ত্রিপুরার রাজ্য রাজনীতি৷ এই হত্যার প্রতিবাদে শুক্রবার আগরতলা প্রেল ক্লাব থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়৷ এদিনের এই মিছিলে শহরের সাংবাদিকরা ছাড়াও অংশ নেন সমাজের বিশিষ্টজনেরা৷ এদিন বিকালে এই মিছিলটি আগরতলা প্রেল ক্লাব হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে জগন্নাথে বাড়ি বড় পৌঁছায়৷ এবং সেখান থেকে ফের প্রেল ক্লাবে আসে৷ এদিন মিছিল অংশ গ্রহণকারী বিশিস্ট সাংবাদিক সুবলকুমার দেব ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা এই নিন্দনীয় ঘটনায় নাগরিক সমাজ সহ শাসক দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের সামিল হওয়ার জন্য আহ্বান করেছিলাম৷ কিন্তু দুর্ভোগের বিষয় এদিনের মিছিলে শাসক দলের কেউই অসেননি৷ তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বেশ কিছুদিন আগে সাংবাদিক ও সমাজ কর্মী দুর্গা লস্কেশের হত্যাকান্ডে রাজ্যে শাসক দলের নেতারা প্রতিবাদ মিছিল করেছিলেন৷ অথচ ও রাজ্যের সাংবাদিক হত্যায় তাদের অংশগ্রহণ না করাটা দুর্ভাগ্যাজনক৷
[vsw id=”MQCTSzlf4PI” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]রাজ্যের তরুন সাংবাদিক শান্তুনু ভৌমিক হত্যাকান্ডে উত্তাল সারা দেশ৷ বিক্ষোভ আছড়ে পড়ছে প্রতিবাদের ভাষার রাজপথে৷ শহিদ শান্তনু’র দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে আন্দোলনের হুশিয়ারী দিয়ে রাজনীতির ফায়দা নিতে ব্যস্ত বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি৷ শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে শোকসভা, মোমবাতি মিছিল করছেন রাজনৈতিক দলগুলি৷ শুক্রবার সকালে বটতলা শিব মন্দিরের সামনে শোকসভা করেছেন প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি বিপ্লব কর৷ তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন৷ রাজ্যে অন্ধা কানুন চলছে বলে মানিক সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিপ্লব কর৷ রাজ্যের সংবাদ মাধ্যমের কর্মীরা সুরক্ষিত নয়৷ সাংবাদিক হত্যাকান্ডের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার সহ সি বি আই তদন্তের দাবী জানিয়েছেন শ্রীকর৷
সন্ধ্যায় সাংবাদিক খুনের প্রতিবাদ জানিয়ে রাজধানীতে মোমবাতি মিছিল সংগঠিত করেছেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চা৷ রাজধানীর কৃষ্ণনগর সদর পার্টি অইফস থেকে মোমবাতি মিছিল নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছেন মহিলা মোর্চার কার্যকর্তারা৷ রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সাংবাদিককে নৃশংস খুনের জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছেন৷ পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী উশৃঙ্খল কর্মীদের অবদমনে প্রশাসন নিশ্চুপ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন পাপিয়া দত্ত৷ এই ঘটনার সুষ্ঠ তদন্ত স্বার্থে সি বি আই দিতে গড়িমসি ভয়ের জন্য মানিক বাবুদের মুখোশ দলকে সাঁড়াশি আক্রমন করেন পাপিয়া দত্ত৷ শান্ত ত্রিপুরা অশান্ত করে জাতি উপজাতি বিভাজনে বীজ বপনের কান্ডারী হিসাবে বামেদের বিধলেন প্রদেশ কংগ্রেস এস সি সেলের সম্পাদক বিজয় দাস এবং মিডিয়া সেলের চেয়ারম্যান হরেকৃষ্ণ ভৌমিক৷ সাংবাদিক নৃশংস খুন হওয়ার দৃষ্টান্ত রণাঙ্গনে পর্যন্ত বিঢ়ল৷ বাম জামানায় মান্দাইয়ে তরুন সাংবাদিক খুনে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন বিজয় দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *