বিজেপি’র সঙ্গে জোটের ইঙ্গিত আই এন পি টি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ ১৮-র ভোটের মুখে পাহাড়ে ক্ষয়িষ্ণু শক্তি পুনরুদ্ধার করে জাতীয় দলের সঙ্গে জোটের পথে হাটছে আইএনপিটি৷ উপজাতি ভিত্তিক আঞ্চলিক এই দলের নেতারা মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগামী দিনের রণকৌশল স্থির করেছে৷ দীর্ঘদিনের জল্পনা জিইয়ে রেখে বিজেপি’র সঙ্গে যোগাযোগের সত্যতা স্বীকার করে জোটের পক্ষে সাওয়াল করেছেন আইএনপিটি’র সম্পাদক জগদীশ দেববর্মা৷ রাজ্য ভাগের দাবীতে পাহাড়ে রাজনীতিতে ব্যত্যিবস্ত আইপিএফটি’র সঙ্গেও দলের বন্ধুত্বের দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি৷ পাশাপাশি বিজেপি’র মতো জাতীয় দলের সঙ্গে যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তাদের জোটসঙ্গী হলে উপজাতিদের অধিকার রক্ষা হবে আশাবাদী আই এন পি টি নেতারা৷ বিজেপি প্রদেশ নেতৃত্বরা উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলের সঙ্গে জোটের প্রকাশ্যে ঘোষণাতে অনীহা৷ গোপনে যোগাযোগ থাকায় ভোটের প্রাকমূহুর্তে জোটের ঘোষণা করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *