নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (হি.স.) : ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেলেন রজার ফেডেরার। এবার তৃতীয় বাছাই ফেডেরার ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে উড়িয়ে দিলেন স্পেনের ফেলিসিয়ানো লোপেজকে। প্রথম দুই রাউন্ডে পাঁচ সেটের ম্যাচ খেলতে হয়েছিল ফেডেরারকে। এদিন কিন্তু স্ট্রেট সেটেই ম্যাচ জিতে নিলেন রজার। চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদালও। তবে স্প্যানিশ তারকাকে প্রথম সেট হারতে হল। নাদাল অবশ্য ৬-৭, ৬-৩, ৬-১, ৬-৪ ফলে হারান আর্জেন্টিনার লিওনার্দো মায়েরকে। ষষ্ঠ বাছাই ডোমিনিক থিম ৭-৫, ৬-৩, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দেন আদ্রিয়ান মানারিনোকে। এছাড়া জুয়ান মার্টিন ডেল পোত্রো, আলেকজান্ডার ডোলগোপোলোভ, ডেভিড গফিনরা প্রি–কোয়ার্টার ফাইনালে উঠে পড়েছেন।
মহিলা সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন শীর্ষবাছাই ক্যারোলিনা প্লিসকোভা। তিনি ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে হারান চিনের শুয়াই জাংকে। কোকো ভান্ডেওয়েগে ৭-৫, ৪-৬, ৬-৪ গেমে রাদওয়ানস্কাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে গেছেন। দারিয়া কাসাটকিনা ৬-৩, ৬-২ গেমে হারান দ্বাদশ বাছাই জেলেনা ওস্টাপেঙ্কোকে। চতুর্থ বাছাই এলিনা শ্বিতোলিনা ৬–৪, ৭–৫ গেমে হারান শেলবি রজার্সকে।