নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন লেগে আগরতলায় লেইক চৌমুহনি বাজারে একটি ফাস্ট ফুডের দোকান পুড়ে গেছে৷ শুক্রবার সন্ধ্যার ৭টা নাগাদ লেইক চৌমুহনি বাজারে সুভাষ দাসের ফাস্ট ফুডের দোকোনে রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন লাগে৷ তাতে দোকানটি পুরোটাই ভষ্মিভুত হয়েছে৷ আগুন লাগার খবর পেয়ে দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ সময়মত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে এদিন বড়ধরনের অগ্ণিকান্ডের ঘটনা ঘটতো বলে অনুমান স্থানীয় ব্যবসায়ীদের৷ দোকান মালিক জানিয়েছেন, ক্ষতির পরিমাণ ১০-১২ হাজার টাকা৷
2017-09-02

