নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ভাই ও ভাইপু মিলে খুন করল এক ব্যক্তিকে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর আমতলী থানার অধীন মাধবপুর এলাকায়৷ নিহত ব্যক্তির নামে শংকর চৌধুরী৷ বয়স আনুমানিক ত্রিশ৷
জানা গিয়েছে শংকর চৌধুরী নাকি মদ্যপ অবস্থায় প্রায়ই তার ভাই মানিক চৌধুরী এবং ভাইপু পরিতোষ চৌধুরীকে গালিগালাজ করে৷ এনিয়ে তাদের মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরেই চলে আসছিল৷ বৃহস্পতিবার বিকালে মানিক ও তার ছেলে পরিতোষ ধারালো দা নিয়ে শংকর চৌধুরীর উপর চড়াও হয়৷ তাকে এলোপাথাড়ি আঘাত করা হয়৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ তবে অভিযুক্তদের গ্রেপ্তারের কোন খবর নেই৷
2017-09-02