এসআইআর প্রক্রিয়ায় হয়রানির অভিযোগে বর্ধমান স্টেশনে রেল অবরোধ, চরমে যাত্রী ভোগান্তি

বর্ধমান, ২৪ জানুয়ারি : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে শনিবার বর্ধমান স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা। হাতে জাতীয় পতাকা নিয়ে রেল লাইনে শুয়ে পড়েন বিক্ষোভকারীদের একাংশ, যার ফলে রেল চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটে। বেশ কয়েকটি লোকাল ট্রেন আটকে যায় এবং আধ ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বারবার ডেকে তাদের হয়রানি করা হচ্ছে। “বাংলাদেশি ধরার নামে আমাদের হেনস্তা করা হচ্ছে, বারবার একই কাজ করতে হচ্ছে। আমরা এসব মেনে নেব না,”—বিক্ষোভকারীদের এক সদস্য এই কথা বলেন।

শনিবার বেলা সাড়ে ১১টার পর থেকে স্থানীয় বাসিন্দারা বর্ধমান স্টেশনে উপস্থিত হয়ে সেখানকার রেল লাইনে শুয়ে পড়েন। তাদের বিক্ষোভের ফলে একাধিক লোকাল ট্রেন আটকে পড়ে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কয়েকটি ট্রেন প্রায় আধ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে আটকে ছিল।

এসআইআর প্রক্রিয়ায় হয়রানির অভিযোগে বিক্ষোভের ঘটনা নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ফরাক্কা ও চাকুলিয়া-সহ একাধিক জায়গায় এসআইআর কেন্দ্রগুলিতে ভোটারদের হেনস্তার অভিযোগে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। কয়েকটি জায়গায়, প্রতিবাদ হিংসাত্মক রূপও নিয়েছে, যেখানে আগুন লাগানো এবং বিডিও অফিসে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে।

বর্ধমানের বিক্ষোভে চরম অস্থিরতার সৃষ্টি হয়, যার ফলে রেল অবরোধের কারণে যাত্রীদের ব্যাপক অসুবিধা হয়। তবে, পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের হেনস্তার অভিযোগের পাশাপাশি, স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ বাড়ছে, যা রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভের জন্ম দিচ্ছে।

Leave a Reply