আগরতলা, ২৪ জানুয়ারি : ৫০০ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শঙ্খদীপ রায়। তার বাড়ি ধলেশ্বর রোড নম্বর ৮ এলাকায়।
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ধলেশ্বর এলাকায় যানবাহন তল্লাশি চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় শঙ্খদীপ রায়কে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার জ্যাকেট থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ ধৃতের বাড়িতে অভিযান চালালেও সেখান থেকে আর কোনও মাদকদ্রব্য উদ্ধার হয়নি বলে জানান ওসি। এ ঘটনায় ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে শনিবার আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে।

