নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : আর্মি ডে উপলক্ষে ভারতীয় সেনার জওয়ান, প্রাক্তন সেনাকর্মী ও তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, দেশের ঐক্য, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় ভারতীয় সেনা অবিচলভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, সেনা জওয়ানরা শুধু সীমান্ত সুরক্ষাই করেন না, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটের সময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতির কথায়, সেনার ‘নেশন ফার্স্ট’ মনোভাব প্রতিটি ভারতবাসীকে অনুপ্রাণিত করে।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ভারতীয় সেনার সাহসী অফিসার, জওয়ান ও প্রাক্তন সেনাকর্মীদের কুর্নিশ জানান। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, দেশের সুরক্ষায় সেনাদের অটল সাহস, শৃঙ্খলা ও সর্বোচ্চ আত্মত্যাগ প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, জাতি তাঁদের নিঃস্বার্থ সেবা ও দেশের ঐক্য-অখণ্ডতার প্রতি অঙ্গীকারকে সম্মানের সঙ্গে স্মরণ করে। কর্তব্যপালনের পথে যাঁরা প্রাণ দিয়েছেন, সেই বীর শহিদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বার্তায় বলেন, ভারতীয় সেনার সাহস ও দৃঢ় অঙ্গীকারকে জাতি স্যালুট জানায়। তিনি বলেন, কঠিন পরিস্থিতিতেও আত্মনিবেদিতভাবে দেশের সুরক্ষায় নিয়োজিত থেকে সেনা জওয়ানরা নিঃস্বার্থ সেবার প্রতীক হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রীর কথায়, তাঁদের কর্তব্যবোধ গোটা দেশের মধ্যে আস্থা ও কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলে। একই সঙ্গে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো সেনা সদস্যদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

