আগরতলা, ৭ জানুয়ারি: বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন। অতিসত্বর আক্রমণকারীদের শাস্তির দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা সিপিআই(এম) কমিটির উদ্যোগে শহরের রাজপথে বিক্ষোভ রেলির আয়োজন করা হয়েছে।
এদিন বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানায়। তারা শাস্তির জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানিক দে জানান, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের দ্বারা ক্রমাগত নির্যাতনেী শিকার হচ্ছে। এরই প্রতিবাদে সরব হয়েছে সিপিআইএম। বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা নেবে এবং দোষীদের শাস্তির দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

