রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু, কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ

মালদহ,৭ জানুয়ারি : রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যুর ঘটনা। ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার ৪৮ বছর বয়সী সম্পৃতা চৌধুরী সান্যাল (সম্পৃতাদেবী) মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা গেছে, কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছেন তিনি।
সম্পৃতাদেবী আইসিডিএস কর্মী ছিলেন এবং ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত কয়েকদিন ধরে তীব্র শীতে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের কাছে যাওয়ার পর বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, তবে নির্বাচনী কাজে চাপের কারণে বিশ্রাম নেওয়া সম্ভব হয়নি। তার স্বামী অর্ধেন্দু চৌধুরী অভিযোগ করেছেন, এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপের কারণে স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েন এবং আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় তৃণমূলের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ জানিয়েছেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের কারণে বিএলও-রা অসুস্থ হয়ে পড়ছেন, যা সম্পৃতাদেবীর মৃত্যু ঘটিয়েছে।
এদিকে, বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের পাল্টা দাবি, যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে শুধু নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়ে দেওয়া উচিত নয়। তৃণমূলের প্রতিনিধিরাও বিএলও-দের উপর চাপ সৃষ্টি করছেন, ফলে এমন ঘটনা ঘটছে।
এই ঘটনা নিয়ে এলাকাবাসী ও রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Reply