বনদপ্তরের বড়সড় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

আগরতলা, ৬ জানুয়ারি: অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বনদপ্তর। আজ শান্তিরবাজারের পথিছড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে বনদপ্তরের একটি বিশেষ দল।

গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা ওই এলাকায় অভিযান চালান। অভিযানের চেরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পাচারকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।

বনদপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে পতিছড়া এলাকায় একটি গর্জন গাছ কাটা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে আধিকারিকরা অভিযান চালিয়েছে। অভিযানে উদ্ধার হওয়া কাঠগুলি অবৈধভাবে কাটা ও পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আধিকারিকরা।

Leave a Reply