আগরতলার দুর্গাবাড়িতে মেডিক্যাল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রাটার্নিটির উদ্যোগে নবগ্রহ যজ্ঞ

আগরতলা, ৪ জানুয়ারি: মেডিক্যাল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রাটার্নিটির উদ্যোগে রবিবার আগরতলার দুর্গাবাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয় নবগ্রহ যজ্ঞ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও বিধায়িকা কল্যাণী সাহা রায়।

মূলত হিন্দু জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহ যজ্ঞের মাধ্যমে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু—এই নয়টি গ্রহের অশুভ প্রভাব প্রশমিত করে শুভ ফল লাভের উদ্দেশ্যে এই পূজা অনুষ্ঠিত হয়। গ্রহদের সন্তুষ্টির মাধ্যমে জীবনে শান্তি, সমৃদ্ধি, নানা বাধা দূরীকরণ এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী রায় জানান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ দিনের অনুষ্ঠানের সূচনা হয়েছে। সারা দিনব্যাপী গীতা যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে মেডিক্যাল সায়েন্সের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সনাতন ধর্মের মূল্যবোধ ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বহু ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন এবং শান্তি ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন। তিন বছর ধরে মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ পক্ষ থেকে নবগ্রহ যোগ্য অনুষ্ঠান করা হয় আগরতলা দুর্গা বাড়িতে। এদিনের অনুষ্ঠানে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ছাড়াও উপস্থিত ছিলেন, ডাক্তার সোমা চৌধুরী সহ, জয়ন্ত ভট্টাচার্য , এবং অসংখ্য ভক্ত মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসোর্স – এর সদস্যগণ।

Leave a Reply