সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের জন্মবার্ষিকী উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনে

আগরতলা, ৩ জানুয়ারি : সমাজ সংস্কারক, নারী শিক্ষার অগ্রদূত ও দেশের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আজ আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা, বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও সমর্থকরা।

অনুষ্ঠানের সূচনা হয় সাবিত্রীবাই ফুলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশিস কুমার সাহা বলেন, ঊনবিংশ শতাব্দীতে সামাজিক কুসংস্কার, জাতিভেদ ও নারী অবদমনের বিরুদ্ধে যে সাহসী লড়াই সাবিত্রীবাই ফুলে শুরু করেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, জ্যোতিরাও ফুলের সঙ্গে যৌথভাবে সাবিত্রীবাই ফুলে নারী শিক্ষা বিস্তারে যে ভূমিকা পালন করেছিলেন, তা ভারতীয় সমাজকে নতুন দিশা দেখিয়েছে। প্রতিকূল সামাজিক পরিস্থিতি, অবমাননা ও বাধা সত্ত্বেও তিনি পিছিয়ে যাননি। বরং মেয়েদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বলেন, সাবিত্রীবাই ফুলে কেবল একজন শিক্ষাবিদ নন, তিনি ছিলেন সামাজিক ন্যায় ও সমতার প্রতীক। আজকের দিনে দাঁড়িয়ে তাঁর আদর্শকে বাস্তবে রূপায়িত করা আমাদের দায়িত্ব। তাঁরা রাজ্য ও দেশে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সামাজিক সমতার প্রশ্নে কংগ্রেস দলের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচির কথাও তুলে ধরেন।

Leave a Reply