ড্রেন ভরাটের অভিযোগে জয়পুর উত্তর পাড়ায় সয়েল ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ বন্ধ করল এলাকাবাসী

আগরতলা, ২ জানুয়ারি: জয়পুর উত্তর পাড়ায় দীর্ঘদিন ধরেই একটি সয়েল ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণকাজ চলছে। এই প্রকল্প নিয়ে স্থানীয় বাসিন্দাদের মূলত কোনো আপত্তি না থাকলেও, প্ল্যান্ট সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ ড্রেন ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ড্রেনটি জয়পুর হয়ে বাংলাদেশ অভিমুখে প্রবাহিত। প্রতি বছর কৃষিকাজের প্রয়োজনে বাংলাদেশের দিকে ড্রেনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর জেরে বর্ষার সময় জয়পুর ও রাজনগর এলাকার প্রায় ৫০০ পরিবারের ঘরে ড্রেনের জল ঢুকে পড়ে। বহু বছর ধরেই এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে জীবনযাপন করে আসছেন এলাকাবাসী।

কিন্তু সম্প্রতি সয়েল ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণকারী একটি ফ্ল্যাট নির্মাণ সংস্থার কাজ ঘিরে নতুন করে সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, ওই সংস্থা ড্রেনটির প্রায় ৯০ শতাংশ ভরাট করে দিয়েছে, ফলে জল নিষ্কাশনের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।

অভিযোগ অনুযায়ী, ড্রেন ভরাটের বিষয়টি নিয়ে এলাকাবাসী দু’বার আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট সংস্থা কোনও গুরুত্ব না দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে আজ স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে সয়েল ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ করে দেন।
এলাকাবাসীর স্পষ্ট দাবি, আগে ড্রেনটি সম্পূর্ণভাবে উন্মুক্ত ও কার্যকর করতে হবে, তার পরেই প্ল্যান্টের কাজ পুনরায় শুরু করা যেতে পারে। দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হবে কি না, সে দিকেই এখন তাকিয়ে স্থানীয় মানুষ।

Leave a Reply